অপরাধ
টঙ্গীতে চিরুনি অভিযানে আটক ৬০

শিল্পনগরী টঙ্গীতে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় যৌথভাবে চিরুনি অভিযান চালিয়ে ৬০ জনকে আটক করেছে পুলিশ। টঙ্গীর পূর্ব ও পশ্চিম থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে ছিনতাই, চুরি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় এই অভিযান চালানো হয়। অভিযানে টঙ্গীর বিভিন্ন এলাকা ঘিরে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ও অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম জানান, তার থানায় ৩৭ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “অভিযান চলবে নিয়মিত, এখানে কোনো রাজনৈতিক বিবেচনা নেই।”
অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান জানান, তার থানায় ২৩ জনকে আটক করা হয়েছে। এদের অনেকেই ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল।
পুলিশ জানিয়েছে, টঙ্গীতে অপরাধ কমাতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।