খেলাধুলা
৪০-এও বিশ্বমঞ্চে দুর্দান্ত থিয়াগো সিলভা

চোখ ধাঁধানো এক চমক উপহার দিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ইউরোপিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। আর এই ম্যাচে ফ্লুমিনেন্সের অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন ৪০ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা।
শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ফ্লুমিনেন্সের রক্ষণভাগ সুরক্ষায় সিলভা ছিলেন অটল। ৮টি ক্লিয়ারেন্স ও ২টি ইন্টারসেপশন করে দলকে নিশ্চিত করেন গুরুত্বপূর্ণ জয়।
সব পরিসংখ্যান এবং ভবিষ্যদ্বাণীতে এগিয়ে ছিল ইন্টার। অপটা সুপারকম্পিউটারের হিসাবে তাদের শেষ আটে ওঠার সম্ভাবনা ছিল ৮৪.৪ শতাংশ। অথচ মাঠে নিজেদের দাপট দেখিয়ে জিতে নেয় লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।
খেলা শেষে থিয়াগো সিলভা বলেন, ‘মাত্র ১০ দিন আগে ইনজুরি থেকে ফিরেছি। আজ খেলাটা সহজ ছিল না। মেডিকেল টিমকে ধন্যবাদ।’ তিনি আরও জানান, ‘ইন্টারের মতো বড় দলের বিপক্ষে জয় সহজ নয়। আমাদের দলও বড় দল। সবাইকে নিয়ে গর্বিত।’
এই জয়ে ফ্লুমিনেন্স ক্লাব বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতে ক্লিনশিট ধরে রাখলো, প্রতিপক্ষ ছিল বুরুশিয়া ডর্টমুন্ড, মামেলোডি সানডাউন্স ও ইন্টার মিলানের মতো শক্তিশালী দল।
এখন প্রশ্ন উঠছে, ২০২৬ বিশ্বকাপের জন্য কি ব্রাজিল দলে আবারও জায়গা পাবেন এই অভিজ্ঞ সেন্টারব্যাক? আনচেলত্তির দলে কি তাকে রাখা হবে, সেটাই দেখার বিষয়।