আন্তর্জাতিক
থাইল্যান্ডে হামলার প্রস্তুতি নিচ্ছে কম্বোডিয়া

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা: আরও হামলার প্রস্তুতি নিচ্ছে কম্বোডিয়া
কম্বোডিয়ার রকেট হামলায় বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় সীমান্ত পেরিয়ে থাই যুদ্ধবিমান এফ-১৬ দিয়ে হামলা চালায় থাইল্যান্ড। এতে কম্বোডিয়ার ‘স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস ৮ ও ৯’-এর ঘাঁটি ধ্বংস করার দাবি করেছে থাই সেনাবাহিনী।
তবে কম্বোডিয়া দমে যায়নি। বরং আরও বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে দেশটি। বৃহস্পতিবার (২৪ জুলাই) সংঘাত ভয়াবহ রূপ ধারণ করেছে। সীমান্তজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, নিরাপত্তার জন্য ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন দুই দেশের সাধারণ মানুষ।

এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে কম্বোডিয়ান সেনাদের থাইল্যান্ডে হামলার প্রস্তুতির কিছু ছবি প্রকাশ করেছে এএফপি। আলজাজিরার সৌজন্যে ছবিগুলো বিশ্ব গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, সংঘাত এভাবে বাড়তে থাকলে তা পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ জরুরি হয়ে উঠছে।
