থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে ৩ প্রদেশে স্কুল বন্ধ - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে ৩ প্রদেশে স্কুল বন্ধ

Published

on

থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাতে ৩ প্রদেশে স্কুল বন্ধ
পুরোনো ছবি

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত চরমে উঠেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং উভয় দেশ পাল্টাপাল্টি গোলাবর্ষণে লিপ্ত হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে থাইল্যান্ডের তিনটি প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুরিন প্রদেশের ফানম ডং রাক সীমান্ত এলাকা ছাড়াও সিসাকেট ও বুড়িরাম প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

হামলার আশঙ্কায় থাইল্যান্ডের প্রশাসন স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। অপরদিকে, কম্বোডিয়া কর্তৃপক্ষও সীমান্তবর্তী অঞ্চল থেকে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই কম্বোডিয়ার পক্ষ থেকে রকেট হামলা চালানো হয়। এতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন জানিয়েছেন, সংঘর্ষে ১১ জন বেসামরিক নাগরিক ও একজন সৈন্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৮ বছরের শিশু রয়েছে।

জবাবে থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে সীমান্তের ওপারে কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানায় থাই সামরিক বাহিনী।

Share

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত চরমে উঠেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর পর্যন্ত পাওয়া সর্বশেষ খবরে জানা গেছে, সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং উভয় দেশ পাল্টাপাল্টি গোলাবর্ষণে লিপ্ত হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে থাইল্যান্ডের তিনটি প্রদেশে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সুরিন প্রদেশের ফানম ডং রাক সীমান্ত এলাকা ছাড়াও সিসাকেট ও বুড়িরাম প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

হামলার আশঙ্কায় থাইল্যান্ডের প্রশাসন স্থানীয় শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। অপরদিকে, কম্বোডিয়া কর্তৃপক্ষও সীমান্তবর্তী অঞ্চল থেকে শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের সরিয়ে নিয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির কথা জানিয়েছে।

বৃহস্পতিবার ভোরে বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই কম্বোডিয়ার পক্ষ থেকে রকেট হামলা চালানো হয়। এতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী সোমসাক থেপসুথিন জানিয়েছেন, সংঘর্ষে ১১ জন বেসামরিক নাগরিক ও একজন সৈন্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ৮ বছরের শিশু রয়েছে।

জবাবে থাইল্যান্ড এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে সীমান্তের ওপারে কম্বোডিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানায় থাই সামরিক বাহিনী।

Share