টেস্টে বশ-মুল্ডারের বিরল সেঞ্চুরি ও উইকেটের কীর্তি - Porikroma News
Connect with us

খেলাধুলা

টেস্টে বশ-মুল্ডারের বিরল সেঞ্চুরি ও উইকেটের কীর্তি

Published

on

টেস্টে বশ-মুল্ডারের বিরল সেঞ্চুরি ও উইকেটের কীর্তি
দক্ষিণ আফ্রিকার দুই অলরাউন্ডার করবিন বশ ও উইয়ান মুল্ডারজিম্বাবুয়ে ক্রিকেট

টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ডের খুব কাছে গিয়েও সেটি ছোঁয়া হয়নি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারের। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন মুল্ডার।

তার সতীর্থ করবিন বশ অবশ্য ইতিহাস গড়েছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে টেস্ট ইতিহাসের ২৮তম খেলোয়াড় হিসেবে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরির ‘ডাবল’ পূর্ণ করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে একই ম্যাচে এক দলের দুজন খেলোয়াড় ইনিংসে অন্তত ৪ উইকেট এবং সেঞ্চুরি করেছেন। প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালে পাকিস্তানের হায়দরাবাদে। তখন পাকিস্তানের ইন্তিখাব আলম ও মুশতাক মোহাম্মদ একই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে টেস্টে ইনিংসে ৪ উইকেট ও সেঞ্চুরির ‘ডাবল’ হয়েছে ৭৬ বার এবং ৫ উইকেট ও সেঞ্চুরির ডাবল হয়েছে ৪০ বার। করবিন বশ এই কীর্তি গড়া চতুর্থ দক্ষিণ আফ্রিকান। তার আগে জিমি সিনক্লেয়ার, অবরে ফকনার ও জ্যাক ক্যালিস এমন ডাবল পূর্ণ করেছিলেন।

এই তালিকায় একাধিকবার এমন কীর্তি গড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইয়ান বোথাম (৫ বার), রবিচন্দ্রন অশ্বিন (৪ বার), গ্যারি সোবার্স, সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজা।

বুলাওয়েতে আজ যা হলো, সেটি নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের স্মরণীয় হয়ে থাকবে।

Share

টেস্ট ক্রিকেটে বিরল এক রেকর্ডের খুব কাছে গিয়েও সেটি ছোঁয়া হয়নি দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডারের। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেন মুল্ডার।

তার সতীর্থ করবিন বশ অবশ্য ইতিহাস গড়েছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে টেস্ট ইতিহাসের ২৮তম খেলোয়াড় হিসেবে ইনিংসে ৫ উইকেট ও সেঞ্চুরির ‘ডাবল’ পূর্ণ করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে একই ম্যাচে এক দলের দুজন খেলোয়াড় ইনিংসে অন্তত ৪ উইকেট এবং সেঞ্চুরি করেছেন। প্রথমবার এমন ঘটনা ঘটেছিল ১৯৭৩ সালে পাকিস্তানের হায়দরাবাদে। তখন পাকিস্তানের ইন্তিখাব আলম ও মুশতাক মোহাম্মদ একই কীর্তি গড়েছিলেন।

সব মিলিয়ে টেস্টে ইনিংসে ৪ উইকেট ও সেঞ্চুরির ‘ডাবল’ হয়েছে ৭৬ বার এবং ৫ উইকেট ও সেঞ্চুরির ডাবল হয়েছে ৪০ বার। করবিন বশ এই কীর্তি গড়া চতুর্থ দক্ষিণ আফ্রিকান। তার আগে জিমি সিনক্লেয়ার, অবরে ফকনার ও জ্যাক ক্যালিস এমন ডাবল পূর্ণ করেছিলেন।

এই তালিকায় একাধিকবার এমন কীর্তি গড়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন ইয়ান বোথাম (৫ বার), রবিচন্দ্রন অশ্বিন (৪ বার), গ্যারি সোবার্স, সাকিব আল হাসান ও রবীন্দ্র জাদেজা।

বুলাওয়েতে আজ যা হলো, সেটি নিঃসন্দেহে ক্রিকেটপ্রেমীদের স্মরণীয় হয়ে থাকবে।

Share