অপরাধ
টেলিগ্রামে বিনিয়োগের ফাঁদ

টেলিগ্রাম অ্যাপে বিনিয়োগে মোটা মুনাফার লোভ দেখিয়ে রংপুরের পীরগঞ্জ উপজেলার এক যুবকের কাছ থেকে প্রায় ছয় লাখ টাকা আত্মসাৎ করেছে একটি প্রতারকচক্র। ঘটনায় সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আজাদ মিয়া (২৪) এবং মো. মারুফ আহমদ পারভেজ (২১)। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডিভাইস জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, টেলিগ্রাম অ্যাপে ‘https://findpenguinTour.com’ নামের একটি ভুয়া প্ল্যাটফর্মের মাধ্যমে বিনিয়োগে লাভের প্রলোভন দেখিয়ে প্রতারকরা নাহিদ হাসানের কাছ থেকে নগদ ও ব্যাংকের মাধ্যমে ৫ লাখ ৪১ হাজার টাকা নেয়। বিনিয়োগের লাভ হিসেবে ১৬ লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়ে আরও ৫ লাখ ৮৫ হাজার টাকা দাবি করে তারা। পরে ভুক্তভোগীর বাবা পীরগঞ্জ থানায় মামলা করেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে পুলিশ সুনামগঞ্জের তাজপুর ও বানারশিপুর এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে। পীরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তাররা চক্রের সক্রিয় সদস্য। চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।