আন্তর্জাতিক
তেলেঙ্গানায় কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত

ভারতের তেলেঙ্গানায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই ডজনের বেশি শ্রমিক। সোমবার স্থানীয় সময় সকালে হায়দ্রাবাদের সাঙ্গারেড্ডি জেলার পাশামাইলারামে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
বিস্ফোরণের পরপরই কারখানায় আগুন ধরে যায় এবং তা সিগাচি কেমিক্যালসের পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ১১টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
প্রথমে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজন মারা যান। বিকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে বলে নিশ্চিত করেছেন তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নরসিংহ।
বিস্ফোরণে তিনতলা একটি ভবন পুরোপুরি ধসে পড়ে। ঘটনার সময় কারখানাটিতে প্রায় ৬৫ জন শ্রমিক কাজ করছিলেন। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের ধাক্কা এতটাই প্রবল ছিল যে শ্রমিকরা কয়েক মিটার দূরে ছিটকে পড়েন। এই কারখানায় উড়িষ্যা, উত্তর প্রদেশসহ বিভিন্ন রাজ্যের শ্রমিকরা কাজ করতেন।
বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের সর্বাত্মক চিকিৎসা সহায়তার নির্দেশ দিয়েছেন।