রাজনীতি
তেহরানে শহীদদের জানাজায় হাজারো মানুষের ঢল
সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে শনিবার (২৮ জুন) তেহরানের রাস্তায় নেমে আসে হাজারো মানুষ। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, বেসামরিক নাগরিক ও সাধারণ মানুষ।
তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাব স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকায় শোকাহত মানুষের ঢল নামে। জাতীয় পতাকায় মোড়ানো কফিন বহনের সময় সবার চোখে ছিল অশ্রু আর কণ্ঠে ধ্বনিত হচ্ছিল ‘আল্লাহু আকবর’ এবং ‘শহীদরা অমর’।

জানাজার আনুষ্ঠানিকতা ঘিরে পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শুধু জানাজায় অংশ নিতে নয়, বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও সমবেত হয় মানুষ।
ইরানের শীর্ষ নেতারা জানিয়ে দিয়েছেন, এই শহীদদের রক্ত বৃথা যাবে না এবং ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় আক্রমণ চালায়। এর জবাবে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’ পরিচালনা করে।
পাল্টা এই হামলায় অধিকৃত ফিলিস্তিনের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এরপর যুক্তরাষ্ট্রও ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়।
২৪ জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে সাময়িক সংঘাতের অবসান ঘটলেও বিশ্লেষকরা বলছেন, এই বিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে।