বাংলাদেশ
উপদেষ্টাকে নিয়ে ফেসবুক পোস্ট, প্রাথমিক শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করায় কুড়িগ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিবুল হক বসুনিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ মে) কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।
আদেশে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী মনিবুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়।
অফিস আদেশে আরও বলা হয়, তিনি ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা’র বিধি লঙ্ঘন করেছেন। তাই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এই প্রসঙ্গে মনিবুল হক বসুনিয়া জানান, “আড়াই-তিন মাস আগে এক অনুষ্ঠানে উপদেষ্টা বলেছিলেন— না পোষালে চাকরি ছেড়ে দিন। ওই বক্তব্যে সাধারণ শিক্ষকরা ক্ষুব্ধ হয়েছিলেন, আমিও আমার ভাষায় প্রতিবাদ করেছি।”