তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান অবৈধ ঘোষণা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ - Porikroma News
Connect with us

বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান অবৈধ ঘোষণা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ

Published

on

তত্ত্বাবধায়ক সরকার বাতিলের বিধান অবৈধ ঘোষণা, পূর্ণাঙ্গ রায় প্রকাশ
ফাইল ছবি

বাংলাদেশের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (৯ জুলাই) ১৩৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বিচারপতি ফারাহ মাহবুববিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত বছরের ১৭ ডিসেম্বর এই রায় ঘোষণা করেছিলেন। ঘোষিত রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংযোজিত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদকেও সাংবিধানিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করা হয়েছে।

তবে আদালত স্পষ্ট করেছে, পঞ্চদশ সংশোধনী আইনের পুরোটা বাতিল করা হয়নি। বাকি বিধানগুলোর ভবিষ্যৎ সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নেবে।

এছাড়া রায়ে উল্লেখ করা হয়, ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যে গণভোটের বিধান ছিল, তা বিলুপ্ত করে পঞ্চদশ সংশোধনী আইন যে সংশোধনী এনেছিল, সেটিও অসাংবিধানিক হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে দ্বাদশ সংশোধনীর গণভোটের বিধান পুনর্বহাল করা হলো।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করা হয়। এ নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত বছর রিট করেন। শুনানি শেষে এই ঐতিহাসিক রায় দেন হাইকোর্ট।

এ রায় বাংলাদেশের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন দিকনির্দেশনা দেবে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।


Share

বাংলাদেশের বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (৯ জুলাই) ১৩৯ পৃষ্ঠার এই রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।

বিচারপতি ফারাহ মাহবুববিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ গত বছরের ১৭ ডিসেম্বর এই রায় ঘোষণা করেছিলেন। ঘোষিত রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে সংযোজিত ৭ক, ৭খ, ৪৪(২) অনুচ্ছেদকেও সাংবিধানিক কাঠামোর পরিপন্থী ঘোষণা করা হয়েছে।

তবে আদালত স্পষ্ট করেছে, পঞ্চদশ সংশোধনী আইনের পুরোটা বাতিল করা হয়নি। বাকি বিধানগুলোর ভবিষ্যৎ সিদ্ধান্ত আগামী জাতীয় সংসদ নেবে।

এছাড়া রায়ে উল্লেখ করা হয়, ১৯৯১ সালের দ্বাদশ সংশোধনীতে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যে গণভোটের বিধান ছিল, তা বিলুপ্ত করে পঞ্চদশ সংশোধনী আইন যে সংশোধনী এনেছিল, সেটিও অসাংবিধানিক হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে দ্বাদশ সংশোধনীর গণভোটের বিধান পুনর্বহাল করা হলো।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাস করা হয়। এ নিয়ে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি গত বছর রিট করেন। শুনানি শেষে এই ঐতিহাসিক রায় দেন হাইকোর্ট।

এ রায় বাংলাদেশের সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন দিকনির্দেশনা দেবে বলে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা।


Share