বাংলাদেশ
তারেক রহমানের মুজিব কবর জিয়ারত: ২০০৪ সালের টপ সিক্রেট ঘটনা

২০০৪ সালের জানুয়ারির এক গভীর রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই ঘটনা স্মরণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মোনায়েম মুন্না লেখেন, ২০০৪ সালের ২৭ জানুয়ারি, টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলনের পর গভীর রাতে ঢাকা ফেরার কথা ছিল তারেক রহমানের। হঠাৎ করে গাড়িবহর উল্টো পথে চলা শুরু করে। সবাই বিস্মিত। কোথায় যাচ্ছেন তা কারো জানা নেই।
তারেক রহমান শুধু বলেন, “আমরা এক জায়গায় যাবো।” কিছু সময় পর গাড়ি গিয়ে থামে বঙ্গবন্ধুর সমাধিস্থলে। খাদেমকে ডেকে তোলা হয়। এরপর সঙ্গে থাকা বিএনপি নেতাদের নিয়ে শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেন তিনি।
মোনায়েম মুন্না লিখেছেন, “বাংলাদেশের রাজনীতির কদর্যতা আর বিভক্তির মাঝেও এটি ছিল একটি ঐতিহাসিক, সৌজন্যমূলক ও শান্তিপূর্ণ মুহূর্ত। তখন মিডিয়ার কেউ ছিল না। কারণ এটি কোনো প্রচারমূলক আয়োজন ছিল না। তারেক রহমান রাজনীতি নয়, সম্মান দেখাতেই গিয়েছিলেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এ ঘটনাটি ছিল অন্যতম সৌন্দর্যপূর্ণ একটি অধ্যায়। অথচ মিডিয়া বা ইতিহাসের পাতায় এটি সেভাবে উঠে আসেনি।”
এ ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম হয়েছে সামাজিক মাধ্যমে। অনেকেই এ ঘটনাকে রাজনৈতিক সৌজন্যবোধের দুর্লভ নিদর্শন হিসেবে দেখছেন।