তারিক আহমেদ ও স্ত্রীর ৫২ বিঘা জমি জব্দ - Porikroma News
Connect with us

অপরাধ

তারিক আহমেদ ও স্ত্রীর ৫২ বিঘা জমি জব্দ

Published

on

তারিক আহমেদ ও স্ত্রীর ৫২ বিঘা জমি জব্দ
গাজীপুরের ফাওকাল এলাকায় তারিক আহমেদ সিদ্দিকের বিলাসবহুল বাগানবাড়ি। ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী শাহীন সিদ্দিকের নামে গাজীপুরে থাকা ৫২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জমিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকা।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, তারিক আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা এসব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন বলে জানা গেছে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত জমিগুলো জব্দ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জমি জব্দের নির্দেশ দেন।

Share

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার স্ত্রী শাহীন সিদ্দিকের নামে গাজীপুরে থাকা ৫২ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। জমিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে ২৬ কোটি ১৮ লাখ ৪৬ হাজার টাকা।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষ থেকে সংস্থার উপপরিচালক মনিরুল ইসলাম এ আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, তারিক আহমেদ ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ অবস্থায় তারা এসব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন বলে জানা গেছে। অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত জমিগুলো জব্দ রাখার প্রয়োজনীয়তা রয়েছে। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে জমি জব্দের নির্দেশ দেন।

Share