Connect with us

অপরাধ

রাস্তা নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ

Published

on

সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা নিয়ে বিরোধে নিহত কৃষক সাইদুর রহমানের বাড়ির সামনে উত্তেজিত জনতা।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হত্যার শিকার সাইদুর রহমান ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমান (২৩)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌ-পাকিয়া গ্রামের একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুর রহমান ও তার প্রতিবেশী বেল্লাল হোসেনের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার সময় সাইদুর রহমানকে রাস্তা ব্যবহার করতে বাধা দেন অভিযুক্তরা। এ নিয়ে কথা-কাটাকাটি হলে বেল্লাল ও আনিছুর লাঠি দিয়ে সাইদুরকে বেধড়ক মারধর করেন, ঘটনাস্থলেই তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে তিনটি ঘর ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অভিযুক্ত পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

ঘটনার পর চৌ-পাকিয়াগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।”

Share

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মো. সাইদুর রহমান (৬৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-ছেলের বিরুদ্ধে

শুক্রবার (১৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের চৌ-পাকিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

হত্যার শিকার সাইদুর রহমান ওই গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে। অভিযুক্তরা হলেন- বেল্লাল হোসেন (৫৫) ও তার ছেলে মো. আনিছুর রহমান (২৩)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌ-পাকিয়া গ্রামের একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুর রহমান ও তার প্রতিবেশী বেল্লাল হোসেনের পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার নামাজ শেষে বাড়ি ফেরার সময় সাইদুর রহমানকে রাস্তা ব্যবহার করতে বাধা দেন অভিযুক্তরা। এ নিয়ে কথা-কাটাকাটি হলে বেল্লাল ও আনিছুর লাঠি দিয়ে সাইদুরকে বেধড়ক মারধর করেন, ঘটনাস্থলেই তিনি মারা যান।

হত্যাকাণ্ডের পর ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেন। এতে তিনটি ঘর ও ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অভিযুক্ত পরিবারের সদস্যরা পালিয়ে গেছে।

ঘটনার পর চৌ-পাকিয়াগ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, “ঘটনাস্থলে উপস্থিত আছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে।”

Share