‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অসুস্থ শাকিবের গোপন লড়াই! - Porikroma News
Connect with us

বিনোদন

‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অসুস্থ শাকিবের গোপন লড়াই!

Published

on

‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ে অসুস্থ শাকিবের গোপন লড়াই!
ছবি: সংগৃহীত

ঈদে মুক্তি পাওয়া ঢালিউডের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এখন প্রেক্ষাগৃহে চলছে হাউজফুল। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—প্রতিটি হলে দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিং খান খ্যাত শাকিব খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা রায়হান রাফী জানালেন, ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন শাকিব খান। তবে কাউকে কিছু না জানিয়ে শুটিং চালিয়ে যান এই তারকা। ডাবিংয়ের সময়ও জ্বর এবং কণ্ঠে অসুস্থতা নিয়েও কাজ করে গেছেন তিনি।

পরিচালক বলেন, “শাকিব ভাই কথা বলছিলেন গলার নিচ থেকে কর্কশ স্বরে। উনি জ্বর নিয়ে ডাবিং করছিলেন। আমি জানতে পারলে শুটিং বন্ধ করে দিতাম। তাই উনি কিছু বলেননি।”

শাকিব খানের এই আত্মত্যাগ আর পেশাদারিত্বের জন্যই সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে বলে জানান নির্মাতা। সিনেমায় শাকিব খান একাধিক চরিত্রে অভিনয় করেছেন, যার প্রতিটির ভিন্ন ভয়েস, ভিন্ন রূপ।

দর্শকরাও বলছেন, এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। পরিচালক জানান, “খুব ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা সম্ভব না।”

‘তাণ্ডব’ সিনেমার এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে শাকিব খানের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ ও দর্শকপ্রেম রয়েছে বলেই মনে করছেন ঢালিউড সংশ্লিষ্টরা।

Share

ঈদে মুক্তি পাওয়া ঢালিউডের বহুল আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ এখন প্রেক্ষাগৃহে চলছে হাউজফুল। সিংগেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স—প্রতিটি হলে দর্শকদের উপচে পড়া ভিড়। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কিং খান খ্যাত শাকিব খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নির্মাতা রায়হান রাফী জানালেন, ‘তাণ্ডব’ সিনেমার শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন শাকিব খান। তবে কাউকে কিছু না জানিয়ে শুটিং চালিয়ে যান এই তারকা। ডাবিংয়ের সময়ও জ্বর এবং কণ্ঠে অসুস্থতা নিয়েও কাজ করে গেছেন তিনি।

পরিচালক বলেন, “শাকিব ভাই কথা বলছিলেন গলার নিচ থেকে কর্কশ স্বরে। উনি জ্বর নিয়ে ডাবিং করছিলেন। আমি জানতে পারলে শুটিং বন্ধ করে দিতাম। তাই উনি কিছু বলেননি।”

শাকিব খানের এই আত্মত্যাগ আর পেশাদারিত্বের জন্যই সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে বলে জানান নির্মাতা। সিনেমায় শাকিব খান একাধিক চরিত্রে অভিনয় করেছেন, যার প্রতিটির ভিন্ন ভয়েস, ভিন্ন রূপ।

দর্শকরাও বলছেন, এটি শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। পরিচালক জানান, “খুব ভালো অভিনেতা না হলে এতগুলো ক্যারেক্টার প্লে করা সম্ভব না।”

‘তাণ্ডব’ সিনেমার এই অভাবনীয় সাফল্যের নেপথ্যে শাকিব খানের নিরলস পরিশ্রম, আত্মত্যাগ ও দর্শকপ্রেম রয়েছে বলেই মনে করছেন ঢালিউড সংশ্লিষ্টরা।

Share