ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি - Porikroma News
Connect with us

অপরাধ

ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি

Published

on

ঢাকায় কাউন্সিলরকে না পেয়ে বোনকে গুলি
দারুসসালাম থানা/ছবি সংগৃহীত

রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।

রোববার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত তাহমিনার একটি দোকান ছিল, যা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে একদল সন্ত্রাসী এসে তার ভাই আমিনুল ইসলামের খোঁজ করে। কিন্তু তাকে না পেয়ে তাহমিনাকে গুলি করে পালিয়ে যায় তারা।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Share

রাজধানীর দারুসসালাম থানার দক্ষিণ বিশিল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে তাহমিনা রহমান রানু (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামের বোন।

রোববার (৩ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। সোমবার (৪ আগস্ট) বিকেলে দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নিহত তাহমিনার একটি দোকান ছিল, যা ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার রাতে একদল সন্ত্রাসী এসে তার ভাই আমিনুল ইসলামের খোঁজ করে। কিন্তু তাকে না পেয়ে তাহমিনাকে গুলি করে পালিয়ে যায় তারা।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Share