অপরাধ
তাবলিগে পাঠিয়ে বাবার অপহরণ নাটক, রহস্য ফাঁস

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আলোনিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে তাবলিগ জামাতে পাঠিয়ে অপহরণের নাটক সাজিয়েছিল দুই মেয়ে। আব্দুল মন্নান চৌধুরী নামে ওই ব্যক্তিকে ৪০ দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে প্রতিপক্ষের ১০ জনের নামে মামলা করেন তার মেয়ে শাহিনা আক্তার।
শুধু তাই নয়, চুনারুঘাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে কান্নাজড়িত কণ্ঠে বাবার জীবিত উদ্ধারের দাবি জানান তিনি।
তবে ১৪ দিন পর চুনারুঘাট থানার ওসি নুর আলমের তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, আব্দুল মন্নান নারায়ণগঞ্জের ফতুল্লাহ উপজেলার রাজাপুর গ্রামের মাস্টারবাড়ি জামে মসজিদে ৪০ দিনের তাবলিগ জামাতে রয়েছেন।
পরে শুক্রবার বিকালে তাকে উদ্ধার করে থানা নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদে মন্নান জানান, কেউ তাকে অপহরণ করেনি।
জানা যায়, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হয়রানি করতেই সাজানো হয়েছিল এই নাটক। পুলিশ সত্য উদঘাটন করায় এলাকায় চলছে আলোচনা-সমালোচনা।
সচেতন মহল বলছে, এ ধরনের নাটক আইনের অপব্যবহার এবং ভিকটিমের প্রতি অবিচার। পুলিশ যথাসময়ে তদন্ত করে সত্য প্রকাশ করায় নির্দোষ আসামির পরিবার ফিরে পেয়েছে স্বস্তি।