আন্তর্জাতিক
ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে ছুটি কাটাতে গিয়ে এক চাঞ্চল্যকর ঘটনার মুখে পড়েন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া এই পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে।
ঘটনার শুরু হয় যখন ওই সিরীয় ব্যক্তি বেন-সুসান ও তার স্ত্রীর ভিডিও করতে থাকেন এবং ‘ফ্রি ফিলিস্তিন’ ও ‘ইসরায়েল নিপাত যাক’সহ নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি তাদের দিকে বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয়পক্ষকে আলাদা করে দেন।
তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এক ঘণ্টা পর, যখন বেন-সুসান ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন। তখন ওই সিরীয় ব্যক্তি ফের এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন। বাধা দিতে গেলে বেন-সুসানের কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করেন তিনি।
ঘটনার পর গ্রিস পুলিশ বেন-সুসানকেও কিছু সময়ের জন্য হেফাজতে নেয়। কারণ তার বিরুদ্ধে সিরীয় নাগরিককে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে।
এই ঘটনায় স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।