ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয় - Porikroma News
Connect with us

আন্তর্জাতিক

ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়

Published

on

ইসরায়েলির কান ছিঁড়ে ফেললেন এক সিরীয়
ইসরায়েলের পতাকা ও আহত ব্যক্তি। ছবি : সংগৃহীত

গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে ছুটি কাটাতে গিয়ে এক চাঞ্চল্যকর ঘটনার মুখে পড়েন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া এই পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে।

ঘটনার শুরু হয় যখন ওই সিরীয় ব্যক্তি বেন-সুসান ও তার স্ত্রীর ভিডিও করতে থাকেন এবং ‘ফ্রি ফিলিস্তিন’ ও ‘ইসরায়েল নিপাত যাক’সহ নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি তাদের দিকে বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয়পক্ষকে আলাদা করে দেন।

তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এক ঘণ্টা পর, যখন বেন-সুসান ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন। তখন ওই সিরীয় ব্যক্তি ফের এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন। বাধা দিতে গেলে বেন-সুসানের কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর গ্রিস পুলিশ বেন-সুসানকেও কিছু সময়ের জন্য হেফাজতে নেয়। কারণ তার বিরুদ্ধে সিরীয় নাগরিককে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share

গ্রিসের অ্যাথেন্সিয়ান রিভেরার বলিভার সৈকতে ছুটি কাটাতে গিয়ে এক চাঞ্চল্যকর ঘটনার মুখে পড়েন ইসরায়েলি পর্যটক স্টাভ বেন-সুসান। স্ত্রীকে নিয়ে বেড়াতে যাওয়া এই পর্যটকের কান ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে এক সিরীয় নাগরিকের বিরুদ্ধে।

ঘটনার শুরু হয় যখন ওই সিরীয় ব্যক্তি বেন-সুসান ও তার স্ত্রীর ভিডিও করতে থাকেন এবং ‘ফ্রি ফিলিস্তিন’ ও ‘ইসরায়েল নিপাত যাক’সহ নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তিনি তাদের দিকে বালু ছুড়ে মারলে বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তা কর্মীরা এসে উভয়পক্ষকে আলাদা করে দেন।

তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় এক ঘণ্টা পর, যখন বেন-সুসান ও তার স্ত্রী বাথরুম থেকে বের হচ্ছিলেন। তখন ওই সিরীয় ব্যক্তি ফের এসে তার স্ত্রীর দিকে হামলার চেষ্টা করেন। বাধা দিতে গেলে বেন-সুসানের কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয় বলে দাবি করেন তিনি।

ঘটনার পর গ্রিস পুলিশ বেন-সুসানকেও কিছু সময়ের জন্য হেফাজতে নেয়। কারণ তার বিরুদ্ধে সিরীয় নাগরিককে উদ্দেশ করে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে।

এই ঘটনায় স্থানীয় পর্যটকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share