আন্তর্জাতিক
সিরিয়ার নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন, বাজপাখির বদলে সোনালি ঈগল

সিরিয়ার রাজধানী দামেস্কে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল-শারা নতুন রাষ্ট্রীয় প্রতীক উন্মোচন করেছেন। পূর্বের বাজপাখির পরিবর্তে এবার প্রতীকে স্থান পেয়েছে সোনালি ঈগল। এই নতুন প্রতীক আধুনিক রাষ্ট্রের প্রত্যয় ও জনগণের অংশগ্রহণের বার্তা বহন করবে বলে জানানো হয়েছে।
সিরিয়ান আরব নিউজ এজেন্সি (সানা) জানিয়েছে, নতুন ঈগল প্রতীকটি সিরিয়ার ইতিহাস, ভৌগোলিক বৈচিত্র্য এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনের প্রত্যাশাকে প্রতিফলিত করে তৈরি করা হয়েছে। ঐতিহাসিকভাবে ঈগল সিরীয় জাতীয় চেতনায় গুরুত্বপূর্ণ প্রতীক, যা ৭ম শতাব্দীর থানিয়াত আল-উকাব যুদ্ধ ও ১৯৪৫ সালের স্বাধীনতার পরও ব্যবহৃত হয়েছে।
নতুন নকশায় আগ্রাসী চেতনা বাদ দিয়ে শান্তিপূর্ণ রাষ্ট্রের বার্তা দেওয়া হয়েছে। যুদ্ধবর্ম সরিয়ে ঈগলের মাথার ওপর যোগ করা হয়েছে তিনটি তারা, যা জনগণকে প্রতিনিধিত্ব করে। ঈগলের লেজের পাঁচটি পালক পাঁচটি ভৌগোলিক অঞ্চল নির্দেশ করে। প্রতিটি ডানায় সাতটি করে পালক — দেশের ১৪টি গভর্নোরেটের প্রতীক।
প্রেসিডেন্ট আহমাদ আল-শারা বলেন, ‘এই প্রতীক এমন একটি সরকারকে প্রতিফলন করে, যা জনগণের মধ্য থেকে উঠে এসেছে এবং তাদের সেবা দেয়।’ পররাষ্ট্রমন্ত্রী আসআদ আল-শাইবানি একে “নাগরিক পরিচয়ের পুনর্গঠনের সূচনা” বলে অভিহিত করেন।
এই প্রতীক পুরোপুরি সিরীয় শিল্পীদের নকশা করা। নেতৃত্ব দিয়েছেন খ্যাতিমান চিত্রশিল্পী খালেদ আল-আসালি। কর্তৃপক্ষ বলছে, এটি কেবল একটি প্রতীক নয়, বরং সংস্কার, ঐক্য এবং জনগণের ক্ষমতায়নের প্রতীক।