আন্তর্জাতিক
সিরিয়ায় ইসরায়েলের হামলায় এরদোয়ানের কড়া বার্তা

সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন এলাকায় বড় ধরনের হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়ে কড়া বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
বৃহস্পতিবার (১৭ জুলাই) তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, সিরিয়ার নেতৃবৃন্দের সঙ্গে ফোনালাপে এরদোয়ান বলেন, “ইসরায়েলের এই হামলা অগ্রহণযোগ্য এবং এটি গোটা অঞ্চলের জন্য হুমকি।”
তিনি আরও জানান, তুরস্ক সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করে। ফোনালাপে সিরিয়ার নেতা আহমেদ আল-শারা এরদোয়ানের সমর্থনে কৃতজ্ঞতা জানান এবং বলেন, এটি তাদের মনোবল বাড়িয়েছে।
এদিকে ইসরায়েল দাবি করেছে, সিরিয়ার দ্রুজ সংখ্যালঘুদের সরকারি বাহিনীর হাত থেকে রক্ষার জন্য তারা হস্তক্ষেপ করেছে। তবে সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, তারা কোনো হামলার উদ্দেশ্যে ট্যাংক মোতায়েন করেনি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুয়েইদা প্রদেশে চলমান সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। এছাড়া, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় আরও তিনজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন।
এই অবস্থায় সিরিয়া ও ইসরায়েলের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধে জড়ানোর শঙ্কা তৈরি হয়েছে বলে ধারণা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা।