সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, গ্রেপ্তার ৮ - Porikroma News
Connect with us

অপরাধ

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, গ্রেপ্তার ৮

Published

on

সিলেটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা, গ্রেপ্তার ৮
সিলেটে ফুটসাল টুর্নামেন্টে হামলায় আহত এক শিক্ষার্থী।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ চলাকালে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বালুচর এলাকার একটি ইনডোর মাঠে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা বুলেট মামুনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন।

পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীরা দাবি করেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট মানতে না পেরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

Share

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আয়োজিত ‘জুলাই স্মৃতি ফুটসাল টুর্নামেন্ট-২০২৫’ চলাকালে হামলার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বালুচর এলাকার একটি ইনডোর মাঠে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা বুলেট মামুনের নেতৃত্বে ২০-২৫ জন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অতর্কিতভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৮ জন শিক্ষার্থী আহত হন।

পরদিন বৃহস্পতিবার (৭ আগস্ট) ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ ফাহিম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীরা দাবি করেন, “জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত এ টুর্নামেন্ট মানতে না পেরে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালানো হয়েছে।”

Share