বাংলাদেশ
ঢাকায় ফেরার পথে সৈয়দপুরে অবরোধে পড়লেন ৪ উপদেষ্টা

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর সড়কে অন্তর্বর্তী সরকারের চার উপদেষ্টার গাড়িবহর অবরোধ করেছেন এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এই অবরোধের ঘটনা ঘটে। ঢাকায় ফেরার পথে পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা ড. রফিকুল আবরার এবং মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজমের গাড়িবহর আটকে দেন বিক্ষোভকারীরা।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর হামলা হয়েছে প্রশাসনের নীরব সমর্থনে। তারা দাবি তোলেন, হামলাকারীদের বিচার করতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার তদন্ত করতে হবে।
এ সময় সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “গোপালগঞ্জের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও তদন্ত করে দেখা হবে।”
আসিফ নজরুল বলেন, “আমরা মবের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনে এখনও শেখ হাসিনার নিয়োগকৃতরা সক্রিয়, তাই কাজ করতে বেগ পেতে হচ্ছে। তবে আমরা পুরো প্রশাসনকে ঢেলে সাজানোর কাজ করছি।”
পরিস্থিতি শান্ত হলে উপদেষ্টারা আশ্বাস দিয়ে সৈয়দপুর বিমানবন্দরে প্রবেশ করেন। এর আগে নেতাকর্মীদের ক্ষোভ সামাল দিতে তাদের সঙ্গে কথা বলেন সৈয়দা রিজওয়ানা ও আসিফ নজরুল।