আন্তর্জাতিক
সোয়াত নদীতে আকস্মিক বন্যায় ১০ পর্যটকের মৃত্যু

পাকিস্তানের সোয়াত নদীতে আকস্মিক বন্যায় এক মর্মান্তিক ট্র্যাজেডির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) রাতে সোয়াতের ফিজাগাট এলাকায় আকস্মিক স্রোতে ভেসে গিয়ে অন্তত ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ডাস্কার একটি বড় পরিবারের সদস্যরা গ্রীষ্মকালীন ভ্রমণে এসে সোয়াত নদীর ধারে সময় কাটাচ্ছিলেন। এমন সময় আকস্মিক স্রোতে পানির উচ্চতা বেড়ে গেলে সবাই ভেসে যান।
নিহতদের মধ্যে রয়েছেন আব্দুর রহমান, তার পরিবার ও আত্মীয়-স্বজন। উদ্ধার হওয়া মৃতদেহের মধ্যে আছেন মিরাব, আজওয়া, আয়ানসহ আরও কয়েকজন। এছাড়া নিখোঁজ রয়েছেন আয়েশা ও তার চার সন্তান।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, ভারি বর্ষণের ফলে নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। এখন পর্যন্ত ১৯ জন ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধারকর্মীরা তিনজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেটিজেনরা পর্যটন এলাকায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির দাবি জানাচ্ছেন।