স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা নয় : প্রধান উপদেষ্টা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা নয় : প্রধান উপদেষ্টা

Published

on

স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা নয় : প্রধান উপদেষ্টা
ছবি : সংরক্ষিত

স্বৈরাচার পতনে আর ১৬ বছর অপেক্ষা করতে হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘স্বৈরাচার পতনে যাতে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। জনগণ যখন রাস্তায় নামে, তখন কোনো স্বৈরাচারী শক্তি টিকতে পারে না।’

আজ মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এ মাসজুড়ে আমরা প্রতিবছর জুলাই দিবস পালন করব যেন কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, গত বছরের শহীদদের স্মরণ এবং গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন করে শপথ নেওয়া হবে। তরুণ, ছাত্র, শ্রমিক, রিকশাচালক, কিশোর-সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে যে স্বপ্ন তারা দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

ড. ইউনূস বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের স্বপ্ন নতুন করে জেগে উঠুক, ঐক্য অটুট থাকুক এবং অন্যায়-স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ সর্বদা সোচ্চার থাকুক।

Share

স্বৈরাচার পতনে আর ১৬ বছর অপেক্ষা করতে হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ‘স্বৈরাচার পতনে যাতে দীর্ঘদিন অপেক্ষা করতে না হয়, সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। জনগণ যখন রাস্তায় নামে, তখন কোনো স্বৈরাচারী শক্তি টিকতে পারে না।’

আজ মঙ্গলবার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা আরও বলেন, এ মাসজুড়ে আমরা প্রতিবছর জুলাই দিবস পালন করব যেন কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে না পারে।

তিনি বলেন, গত বছরের শহীদদের স্মরণ এবং গণ-অভ্যুত্থানের চেতনায় নতুন করে শপথ নেওয়া হবে। তরুণ, ছাত্র, শ্রমিক, রিকশাচালক, কিশোর-সাধারণ মানুষের প্রাণের বিনিময়ে যে স্বপ্ন তারা দেখিয়েছিলেন, তা বাস্তবায়নে এই কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।

ড. ইউনূস বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের স্বপ্ন নতুন করে জেগে উঠুক, ঐক্য অটুট থাকুক এবং অন্যায়-স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ সর্বদা সোচ্চার থাকুক।

Share