সুনামগঞ্জে শিক্ষার্থী-শ্রমিক দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট - Porikroma News
Connect with us

জাতীয়

সুনামগঞ্জে শিক্ষার্থী-শ্রমিক দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট

Published

on

সুনামগঞ্জে শিক্ষার্থী-শ্রমিক দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট
সুনামগঞ্জে পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জে বাসভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য জেলার সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের অভিযোগে এই কর্মবিরতি ডাকা হয়েছে। শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলা এবং শ্রমিক দেলোয়ারের মুক্তির দাবিও জানানো হয়েছে।

ধর্মঘটের অংশ হিসেবে সোমবার (৪ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। এমনকি অ্যাম্বুলেন্স চলাচল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ৩ আগস্ট বাসে ওঠার সময় ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থী আরিফের ওপর হামলা চালানো হয় এবং রাহাত নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তারা অভিযোগ করেছেন, ঘটনাটি শান্তভাবে মীমাংসার চেষ্টা করলেও এখন উল্টো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত এবং শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এমন ধর্মঘট জনদুর্ভোগ বাড়ায় এবং সমস্যার সমাধান নয়।


Share

সুনামগঞ্জে বাসভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রোববার (৩ আগস্ট) রাত ৮টা থেকে সুনামগঞ্জের সঙ্গে দেশের অন্যান্য জেলার সব ধরনের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুরের অভিযোগে এই কর্মবিরতি ডাকা হয়েছে। শ্রমিক নেতা আনোয়ারের ওপর হামলা এবং শ্রমিক দেলোয়ারের মুক্তির দাবিও জানানো হয়েছে।

ধর্মঘটের অংশ হিসেবে সোমবার (৪ আগস্ট) সকাল থেকে শ্রমিকরা সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে অবস্থান নিয়েছেন। এমনকি অ্যাম্বুলেন্স চলাচল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ৩ আগস্ট বাসে ওঠার সময় ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে শিক্ষার্থী আরিফের ওপর হামলা চালানো হয় এবং রাহাত নামে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। তারা অভিযোগ করেছেন, ঘটনাটি শান্তভাবে মীমাংসার চেষ্টা করলেও এখন উল্টো তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

সাধারণ মানুষ ও সচেতন নাগরিকরা এ ঘটনায় দ্রুত সুষ্ঠু তদন্ত এবং শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। তারা মনে করছেন, এমন ধর্মঘট জনদুর্ভোগ বাড়ায় এবং সমস্যার সমাধান নয়।


Share