সুনামগঞ্জে ভারতীয় বিড়ি ও মদ জব্দ - Porikroma News
Connect with us

অপরাধ

সুনামগঞ্জে ভারতীয় বিড়ি ও মদ জব্দ

Published

on

সুনামগঞ্জে ভারতীয় বিড়ি ও মদ জব্দ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে পৃথক দুটি অভিযানে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। শুক্রবার (২৭ জুন) ভোরে চোরাকারবারিরা ভারত থেকে পাচারের সময় এ চালান জব্দ করা হয়।

বিজিবি জানায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় চিনাকান্দি বিওপির টহল দল ১০,০০০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে। যার সিজার মূল্য ১০ লাখ টাকা।

অপরদিকে, তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা এলাকা থেকে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত বিড়ি শুল্ক অফিসে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

Share

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে পৃথক দুটি অভিযানে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় বিড়ি ও মদ জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি। শুক্রবার (২৭ জুন) ভোরে চোরাকারবারিরা ভারত থেকে পাচারের সময় এ চালান জব্দ করা হয়।

বিজিবি জানায়, জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকায় চিনাকান্দি বিওপির টহল দল ১০,০০০ প্যাকেট ভারতীয় বিড়ি জব্দ করে। যার সিজার মূল্য ১০ লাখ টাকা।

অপরদিকে, তাহিরপুর উপজেলার ১ নম্বর উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা এলাকা থেকে মালিকবিহীন ১২৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। যার বাজারমূল্য ১ লাখ ৯২ হাজার টাকা। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত বিড়ি শুল্ক অফিসে এবং মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

Share