আন্তর্জাতিক
সুমিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ইউক্রেনীয় সেনা নিহত

ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৬ ইউক্রেনীয় সেনা নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে একটি ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় এ হামলা হয়।
ইউক্রেনের ন্যাশনাল গার্ড বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, হামলার পর ইউনিট কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে ওই ক্যাম্পে হামলা চালানো হয়। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, এতে ৭০ জন পর্যন্ত নিহত হতে পারে।
বিবিসি ভেরিফাই জানিয়েছে, হামলাস্থল সুমি অঞ্চলে রুশ সীমান্তের কাছেই। এই হামলাকে ইউক্রেনের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এদিকে পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণ অব্যাহত রয়েছে। রাতভর বিভিন্ন শহরে হামলা চালানো হয়। অন্যদিকে যুদ্ধবিরতির আশায় ইস্তাম্বুলে রাশিয়া-ইউক্রেন বৈঠক ফলপ্রসূ হয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া কেবল সময়ক্ষেপণ করছে।