অপরাধ
সন্ত্রাসবিরোধী মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন ৫ দিনের রিমান্ডে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এই আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে শুনানি হলেও আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বুধবার (৬ আগস্ট) রাতে ডিবি পুলিশের একটি দল সুমাইয়াকে হেফাজতে নেয় এবং পরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যায়। তাকে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর কে বি কনভেনশন হলে গোপন বৈঠক ও গেরিলা প্রশিক্ষণ আয়োজনের ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
৮ জুলাই গোপন বৈঠকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের প্রায় ৪০০ ক্যাডারকে গেরিলা প্রশিক্ষণ দেওয়া হয় বলে অভিযোগ। পরে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হলে একে একে বিভিন্ন জড়িতদের গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মূল পরিকল্পনায় থাকা সেনাবাহিনীর মেজর সাদেকুল হককেও হেফাজতে নেওয়া হয়। আইএসপিআর জানায়, তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে এবং তদন্ত শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।