অপরাধ
সুবর্ণচরে গণধর্ষণ মামলার আসামি সিরাজ গ্রেফতার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে গণধর্ষণের ঘটনায় মো. সিরাজ উদ্দিন (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। রবিবার (৩০ জুন) বিকালে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার সিরাজ উদ্দিন সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজী মোখলেছ এলাকার নুরনবীর ছেলে।
র্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী ও আসামিরা একে অন্যের প্রতিবেশী। ভুক্তভোগী নারীর স্বামী মারা যাওয়ার পর তিনি বাবার বাড়িতে ছেলেকে নিয়ে বসবাস করতেন।
গত ১১ মে রাতে প্রকৃতির ডাকে বাইরে গেলে ওঁৎপেতে থাকা সিরাজ ও তার সহযোগী ওসমান ভুক্তভোগীকে মুখ চেপে ধরে পাশের পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে গামছা দিয়ে দুই হাত বেঁধে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার পর আসামিরা গা ঢাকা দেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের ইছাখালী এলাকা থেকে সিরাজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পুলিশ জানিয়েছে, তাকে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।