অপরাধ
গুলিস্তানে ককটেলসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী।
গ্রেপ্তারকৃতরা হলেন—মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)। ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং রাজা বরিশালের বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, ছাত্রলীগের শীর্ষ নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপে অংশ নেয়।
তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা পল্টন মডেল থানায় রুজু করা হয়েছে। পুলিশ ধারণা করছে, তারা একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমে যুক্ত ছিল।