বাংলাদেশ
রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৬ নেতা ও ৫০ কর্মীর পদত্যাগ

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির ১৬ নেতা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছেন। একইসঙ্গে সংগঠন ছেড়েছেন আরও অর্ধশতাধিক কর্মী। রোববার (১৮ মে) রাত ৮টায় রংপুর শিল্পকলা একাডেমি চত্বরে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ ঘোষণা দেন।
পদত্যাগকারীরা জানান, সংগঠনের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, জমি দখল, নিয়োগ বাণিজ্য ও ত্রাণ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগ সংগঠনের মূল আদর্শ ও চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে উল্লেখ করেন তাঁরা।
মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব সিয়াম আহসান আয়ান অভিযোগ করেন, “নেতারা বাণিজ্যমেলায় জুয়া ও চাঁদাবাজির সঙ্গে যুক্ত। এমনকি রংপুর সিটি করপোরেশনে নিয়োগ বাণিজ্যও করেছে। জনগণ আমাদের ওপর আস্থা রেখেছিল, কিন্তু সেই আস্থার মর্যাদা দিতে পারিনি।”
জেলা কমিটির সদস্য মাহতাব হোসেন আবির বলেন, “গত বাণিজ্যমেলায় হাউজি জুয়ার আসর থেকে নেতারা ১৪ লাখ টাকা চাঁদা নিয়েছেন। এর আগেও বন্যার্তদের জন্য সংগৃহীত ত্রাণের ৮৭ হাজার টাকা আত্মসাৎ করা হয়।”
এর আগে ১৫ মে দুর্নীতির অভিযোগে জেলা কমিটির সদস্য মাহমুদুর রহমান লিওনও পদত্যাগ করেছিলেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ বলেন, “আমরা ষড়যন্ত্রের শিকার। অন্য রাজনৈতিক শক্তি এ বিষয়ে জড়িত।”
মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি বলেন, “আমি কোনো অপকর্মের সঙ্গে যুক্ত নই। অভিযোগের প্রমাণ থাকলে সামনে আনা হোক।”
গত বছরের ২৪ নভেম্বর রংপুর মহানগর কমিটি ও জেলা কমিটি গঠন করা হয় যথাক্রমে ইমতিয়াজ আহমেদ ইমতি ও ইমরান আহমেদকে আহ্বায়ক করে।