অপরাধ
উত্তরপত্র জমা চাওয়ায় শিক্ষককে মারধর, বহিষ্কার ছাত্রদল নেতা

এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়ের পর উত্তরপত্র জমা চাওয়ায় পরীক্ষাকক্ষে দায়িত্বরত শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলের বিরুদ্ধে।
আজ বৃহস্পতিবার নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ২০৩ নম্বর কক্ষে বাংলা প্রথমপত্রের এমসিকিউ পরীক্ষায় এ ঘটনা ঘটে। নির্ধারিত ৩০ মিনিট সময় শেষে অন্য পরীক্ষার্থীরা উত্তরপত্র জমা দিলেও ফিরোজ আহমেদ অতিরিক্ত সময় দাবি করেন। কক্ষ পরিদর্শক ফেরদৌস আলী সময় বাড়াতে অস্বীকৃতি জানালে ফিরোজ তাকে হুমকি দিয়ে উত্তরপত্র না জমা দিয়েই বের হওয়ার চেষ্টা করেন।
এ সময় কেন্দ্রসচিব ও পুলিশের উপস্থিতিতে কক্ষ পরিদর্শককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন ফিরোজ। ঘটনার পরপরই কেন্দ্র সচিব আমজাদ হোসেন ফিরোজ আহমেদকে পরীক্ষা থেকে বহিষ্কার করেন। পরে ছাত্রদলের জেলা শাখাও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করে।
এ ঘটনায় শিক্ষক ফেরদৌস আলী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. লায়লা আঞ্জুমান বানু।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ (সন্ধান) জানান, সংগঠনের সুনাম নষ্টকারী কাউকে দলে রাখা হবে না। ফিরোজ আহমেদ শাকিলকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।