অপরাধ
স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে আত্মসমর্পণ স্বামীর

গাজীপুরের কাশিমপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) রাতে এই ঘটনা ঘটে। হত্যার পর স্বামী নিজেই ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
নিহত গৃহবধূর নাম জেমি (১৯)। তিনি দিনাজপুরের শেতাবগঞ্জের বাসিন্দা। অভিযুক্ত স্বামীর নাম রাকিব হাসান (২২), তার বাড়ি বগুড়ায়। এই দম্পতির দুই শিশুসন্তান রয়েছে, যাদের একজনের বয়স দুই বছর এবং অন্যজনের দুই মাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। শুক্রবার সন্ধ্যায় রাকিব তার স্ত্রী জেমিকে বালিশচাপা দিয়ে হত্যা করেন। এরপর তিনি নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি তার স্ত্রীকে খুন করেছেন এবং আত্মসমর্পণ করতে চান। পুলিশ আসার আগ পর্যন্ত তিনি সন্তানদের নিয়ে ঘরের ভেতরেই অপেক্ষা করেন।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেঝেতে জেমির লাশ দেখতে পায়। অভিযুক্ত রাকিবকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।