Connect with us

প্রযুক্তি

স্টারলিংকের প্রতিটি ডিভাইসের ওপর করারোপ করা হবে

Published

on

স্টারলিংকের প্রতিটি ডিভাইসের ওপর করারোপ

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের প্রতিটি ডিভাইসের ওপর কর আরোপ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনে দেশে নতুন টেলিগ্রাম সেবা যুক্ত হয়েছে।

প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটে প্রবেশ করলাম আমরা। স্টারলিংকের ডাটার লিমিট থাকবে না। আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহক।

তিনি বলেন, স্টারলিংকে ৩০০ এমবিপিএস গতির সেবা মিলবে।

তাই গ্রাহকরা এই গতির ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারবেন। ৪৭ হাজার টাকা দামে স্টারলিংক কিট শেয়ারে নিলে খরচ খুব বেশি মনে হবে না গ্রাহকদের।

স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, এর ফলে দ্রুতগতির এই ইন্টারনেট সেবায় জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশে কম দামে সেবা দিচ্ছে স্টারলিংক।

স্টারলিংক ছাড়া অ্যামাজনসহ চার প্রতিষ্ঠান স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, স্টারলিংক সাত হাজার টাকায় সেবা দিতে চেয়েছিল। তবে সরকার দর-কষাকষি করে চার হাজার ২০০ টাকা এবং ছয় হাজার টাকায় খরচ নামিয়ে এনেছে।

ফয়েজ আহমদ বলেন, স্টারলিংককে সেবা প্রদানের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকার অস্বাভাবিক রকমের তাড়াহুড়ো করেনি। নিয়ম-কানুন অনুসরণ করেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্টারলিংককে প্রতিটি ডিভাইস প্রতিস্থাপনে সরকারকে এক ডলার করে রাজস্ব দেবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Share

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের প্রতিটি ডিভাইসের ওপর কর আরোপ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনে দেশে নতুন টেলিগ্রাম সেবা যুক্ত হয়েছে।

প্রথমবারের মতো স্যাটেলাইট ইন্টারনেটে প্রবেশ করলাম আমরা। স্টারলিংকের ডাটার লিমিট থাকবে না। আনলিমিটেড ডাটা ব্যবহার করতে পারবেন গ্রাহক।

তিনি বলেন, স্টারলিংকে ৩০০ এমবিপিএস গতির সেবা মিলবে।

তাই গ্রাহকরা এই গতির ইন্টারনেট শেয়ার করে ব্যবহার করতে পারবেন। ৪৭ হাজার টাকা দামে স্টারলিংক কিট শেয়ারে নিলে খরচ খুব বেশি মনে হবে না গ্রাহকদের।

স্টারলিংক স্থানীয় গেটওয়ে ব্যবহার করবে জানিয়ে তিনি বলেন, এর ফলে দ্রুতগতির এই ইন্টারনেট সেবায় জাতীয় সার্বভৌমত্ব বিঘ্নিত হবে না। শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়ার চেয়েও বাংলাদেশে কম দামে সেবা দিচ্ছে স্টারলিংক।

স্টারলিংক ছাড়া অ্যামাজনসহ চার প্রতিষ্ঠান স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা দিতে সরকারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, স্টারলিংক সাত হাজার টাকায় সেবা দিতে চেয়েছিল। তবে সরকার দর-কষাকষি করে চার হাজার ২০০ টাকা এবং ছয় হাজার টাকায় খরচ নামিয়ে এনেছে।

ফয়েজ আহমদ বলেন, স্টারলিংককে সেবা প্রদানের সুযোগ দেওয়ার ক্ষেত্রে সরকার অস্বাভাবিক রকমের তাড়াহুড়ো করেনি। নিয়ম-কানুন অনুসরণ করেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

স্টারলিংককে প্রতিটি ডিভাইস প্রতিস্থাপনে সরকারকে এক ডলার করে রাজস্ব দেবে।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম, উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

Share