১০ আগস্ট এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা - Porikroma News
Connect with us

বাংলাদেশ

১০ আগস্ট এসএসসি খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাবনা

Published

on

এসএসসি ফলাফল পুনর্নিরীক্ষণ
ছবি : সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে পারে।

রোববার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।

ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর রেকর্ডসংখ্যক ৯২,৮৬৩ শিক্ষার্থী মিলে মোট ২,২৩,৬৬৪টি খাতার পুনর্মূল্যায়নের আবেদন করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

সর্বোচ্চ আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২,৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯,৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬,২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩,৫৫৮টি আবেদন জমা পড়ে। চারু ও কারুকলায় আবেদন এসেছে সবচেয়ে কম—মাত্র ৬টি।

উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের মানে নতুন করে খাতা দেখা নয়। বরং নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না—এসব যাচাই করে নম্বর সংশোধন করা হয়।

সর্বশেষ তথ্যমতে, ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ৩,২৪,৭১৬ এবং ছাত্রী ২,৭৫,৯৪৪ জন।

Share

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশিত হতে পারে।

রোববার (২৭ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের ফল দেওয়ার নিয়ম রয়েছে। সেই অনুযায়ী ৯ আগস্টের মধ্যে সময়সীমা শেষ হচ্ছে। তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।

ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস পাঠানো হবে এবং সংশোধিত ফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে।

এর আগে, ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে প্রতিটি বিষয়ের জন্য ১৫০ টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়।

ঢাকা বোর্ড সূত্রে জানা গেছে, এবছর রেকর্ডসংখ্যক ৯২,৮৬৩ শিক্ষার্থী মিলে মোট ২,২৩,৬৬৪টি খাতার পুনর্মূল্যায়নের আবেদন করেছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

সর্বোচ্চ আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২,৯৩৬টি। এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ১৯,৬৮৮টি করে, পদার্থবিজ্ঞানে ১৬,২৩৩টি এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ১৩,৫৫৮টি আবেদন জমা পড়ে। চারু ও কারুকলায় আবেদন এসেছে সবচেয়ে কম—মাত্র ৬টি।

উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের মানে নতুন করে খাতা দেখা নয়। বরং নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, ওএমআর শিটে নম্বর উঠেছে কি না বা ভুলভাবে বৃত্ত ভরাট হয়েছে কি না—এসব যাচাই করে নম্বর সংশোধন করা হয়।

সর্বশেষ তথ্যমতে, ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে এবছর এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৬৬০ জন। এর মধ্যে ছাত্র ৩,২৪,৭১৬ এবং ছাত্রী ২,৭৫,৯৪৪ জন।

Share