বাংলাদেশ
শ্রীমঙ্গলে তেলবাহী ট্রেন লাইনচ্যুত | রেলওয়ে সংবাদ | দৈনিক পরিক্রমা NEWS

শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মূল ট্রেন লাইনের বাইরে একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। শুক্রবার (৯ মে) রাতে এ ঘটনা ঘটে।
তবে সৌভাগ্যক্রমে এতে তেলবাহী বগির কোনো রকমের ক্ষয়ক্ষতি হয়নি। সেই সঙ্গে শ্রীমঙ্গলের এই লাইনে অন্যান্য ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেলবাহী ট্রেনটি স্টেশন পার হওয়ার সময় মূল লাইনের বাইরে সাইড লাইনে ঢোকার মুহূর্তে ইঞ্জিনের একটি অংশ লাইনচ্যুত হয়ে হেলে পড়ে। তবে ইঞ্জিনের সঙ্গে থাকা তেলবাহী বগিগুলো নিরাপদ রয়েছে।
📌 রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য:
স্থানীয় রেলওয়ে কর্মকর্তা বলেন,
“ঘটনাটি বড় ধরনের কোনো বিপদ ঘটায়নি। অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। দ্রুত ইঞ্জিন উদ্ধারের কাজ করা হবে।”