জাতীয়
একই পরিবারে ৭ জন নিহত, ক্ষতিপূরণ দাবি ব্লাস্টের

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ সাতজন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।
বুধবার (০৬ আগস্ট) সংস্থাটির কমিউনিকেশন বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্ঘটনাকে ‘অবহেলাজনিত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়বিচার ও যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়, যাতে ঘটনাস্থলেই তিন শিশুসহ সাতজন নিহত হন। ব্লাস্টের ভাষ্য অনুযায়ী, এই দুর্ঘটনার জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থায় দায়ী সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ব্লাস্ট আরও জানায়, ২০১৮ সালে জনচাপের মুখে প্রণীত সড়ক পরিবহন আইন এখনও সঠিকভাবে বাস্তবায়ন হয়নি। আইনে অবহেলাজনিত দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য একটি ক্ষতিপূরণ তহবিল গঠনের কথা বলা হলেও, বাস্তবে এর প্রয়োগ খুবই সীমিত।
তাই, সংস্থাটি দ্রুত তদন্ত, দোষীদের শাস্তি নিশ্চিতকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে।