অপরাধ
মাদক ও জুয়ায় বাধা দেওয়ায় নারীসহ তিনজনকে কুপিয়ে জখম

জামালপুরের সরিষাবাড়ীতে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় এক নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ জুলাই) দুপুরে পৌর এলাকার সাতপোয়া (দিয়ারকৃষ্ণাই) ঝিনাই নদী সংলগ্ন বাইপাস সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন—রাসেল মিয়া (৩০), তার মা আসমা বেগম (৫০) ও চাচা গিয়াস উদ্দিন (৬৫)। তাদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে কিছু যুবক মাদক সেবন ও অনলাইন জুয়ার আড্ডা চালিয়ে আসছে। স্থানীয়রা বিরক্ত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এই পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষ থেকে প্রতিবাদ করেন রাসেল মিয়া। এর জেরে বুধবার দুপুরে ব্যবসায়িক কাজে বাইরে গেলে ৮-১০ জন যুবক তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। চিৎকার শুনে মা ও চাচা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়।
রাতেই রাসেল মিয়া সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে সাতপোয়ার শান্ত, সৈকত, লেমন, শিপন, লিয়ন, তামিমসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
ভুক্তভোগী রাসেল মিয়া জানান, ‘বিবাদীরা এলাকায় মাদক ও অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করে। আমি প্রতিবাদ করায় তারা হামলা চালায়। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
তবে অভিযুক্ত শিপন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা মাদক বা জুয়ার সঙ্গে জড়িত না, এটা শুধু কথাকাটাকাটি ছিল।’
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’