বাংলাদেশ
মসজিদের দ্বিতীয় তলায় মিলল শিশুর রক্তাক্ত লাশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের দ্বিতীয় তলা থেকে মায়মুনা আক্তার ময়না (৯) নামে এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়া জামা মসজিদ থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ গুম করতে মসজিদের দ্বিতীয় তলায় ফেলে রাখা হয়।
নিহত ময়না ছন্দুমিয়া পাড়ার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে। শনিবার থেকে নিখোঁজ ছিল সে। খোঁজ না পেয়ে রাতে তার মা সরাইল থানায় একটি জিডি করেন।
রোববার সকালে মক্তবে পড়তে আসা শিক্ষার্থীরা মসজিদের দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে স্থানীয়রা এসে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
সরাইল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।