সোনারগাঁয়ে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আহত - Porikroma News
Connect with us

অপরাধ

সোনারগাঁয়ে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আহত

Published

on

সোনারগাঁয়ে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের ২ নেতা আহত
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছেন। আহতরা বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৮ জুন) দুপুরে আহত মো. ফারুক মিয়া বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মো. ফারুক ও মো. সাগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি শেষে বাড়ি ফেরার পথে চৌরাপাড়া কাঠ ব্রিজ এলাকায় হামলার শিকার হন।

নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে দুজন গুরুতর আহত হন।

আহত ফারুক দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন অভিযুক্তরা। প্রতিবাদ করায় ও ৩১ দফা প্রচারের কারণেই তাদের ওপর এই হামলা চালানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল্লাহ সরকার জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছেন। আহতরা বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (২৮ জুন) দুপুরে আহত মো. ফারুক মিয়া বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানা গেছে, শুক্রবার রাতে নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য মো. ফারুক ও মো. সাগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের প্রচারপত্র বিলি শেষে বাড়ি ফেরার পথে চৌরাপাড়া কাঠ ব্রিজ এলাকায় হামলার শিকার হন।

নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে দুজন গুরুতর আহত হন।

আহত ফারুক দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন অভিযুক্তরা। প্রতিবাদ করায় ও ৩১ দফা প্রচারের কারণেই তাদের ওপর এই হামলা চালানো হয়।

এ বিষয়ে অভিযুক্ত শহিদুল্লাহ সরকার জানান, এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share