বাংলাদেশ
সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রদের মশাল মিছিল

রাজধানীর মিটফোর্ডে লাল চাঁদ সোহাগ হত্যার প্রতিবাদে এবং সারাদেশে রাজনৈতিক শেল্টারে চাঁদাবাজি, দখলদারি, হামলা ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (১২ জুলাই) সন্ধ্যা ৭টায় মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলনকারীরা।
মশাল মিছিলে বিভিন্ন স্লোগান শোনা যায়— ‘চাঁদাবাজদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘চাঁদাবাজদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যেই হাত মানুষ মারে, সেই হাত ভেঙে দাও’ এবং ‘দালালি না রাজপথ? রাজপথ রাজপথ’।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ বলেন, মিটফোর্ডের হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি দেশের রাজনৈতিক সংস্কৃতির পশ্চাৎগামী ধারারই অংশ। সরকার ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যাবে না।
সংগঠনের সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে এই দেশের মানুষ দখলবাজ, সন্ত্রাসী ও নিপীড়নের রাজনীতির বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারে। ছাত্রসমাজকে আবারও ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে।
মশাল মিছিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।