সোহাগ হত্যা: আরও ২ আসামির রিমান্ড - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সোহাগ হত্যা: আরও ২ আসামির রিমান্ড

Published

on

সোহাগ হত্যা: আরও ২ আসামির রিমান্ড
গ্রেপ্তার আসামিরা। ছবি : সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি মো. পারভেজ ও মো. জহিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে সকালে তাদের কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এই মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে লম্বা মনির, আলমগীর, টিটন, সজীব ও মহিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে রাজিব রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং পুরান ঢাকার রানী ঘোষ লেনে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন।

Share

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগ হত্যা মামলায় আরও দুই আসামি মো. পারভেজ ও মো. জহিরুল ইসলামের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত এই আদেশ দেন। এদিন তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এর আগে সকালে তাদের কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এই মামলায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে লম্বা মনির, আলমগীর, টিটন, সজীব ও মহিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্যদিকে রাজিব রিমান্ড শেষে বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৯ জুলাই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে, পিটিয়ে ও পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নিহত সোহাগ কেরানীগঞ্জের পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে এবং পুরান ঢাকার রানী ঘোষ লেনে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন।

Share