সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে - Porikroma News
Connect with us

বাংলাদেশ

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে

Published

on

সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাচ্ছে
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

তিনি বলেন, ‘মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি চলছে। রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ডিসেম্বরের মধ্যে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে চায়।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশে বিক্ষোভ চলছে।

সবশেষ রোববার আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


Share

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী মোহাম্মদ চাঁদ মিয়া ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

রোববার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

তিনি বলেন, ‘মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর প্রস্তুতি চলছে। রাজনৈতিক বা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনী ডিসেম্বরের মধ্যে পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে চায়।

গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগকে পাথর দিয়ে আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশে বিক্ষোভ চলছে।

সবশেষ রোববার আরও দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


Share