অপরাধ
‘ছিনতাই প্যাকেজ’: চাপাতি ও বাইক ভাড়া, মেলে জামিনের টাকাও!

ঢাকায় ছিনতাইকারীদের একটি চক্র ‘ছিনতাই প্যাকেজ’ নামে ভয়ংকর কর্মকাণ্ড চালাচ্ছে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্যমতে, এই চক্রটি মাঠপর্যায়ের ছিনতাইকারীদের জন্য চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয়। শুধু তাই নয়, যদি কোনো সদস্য গ্রেফতার হয়, তাহলে জামিনের জন্যও আর্থিক সহায়তা দেয় এই চক্র।
সম্প্রতি শ্যামলীর এক ছিনতাইয়ের ভিডিও ভাইরাল হয়, যেখানে এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ, মোবাইল, এমনকি গেঞ্জি ও জুতাও ছিনিয়ে নিতে দেখা যায়। তদন্তে নেমে পুলিশ কবির, আল আমিন ও আসলাম নামে তিনজনকে গ্রেফতার করে। কবির এই চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত হয়েছেন।
পুলিশ জানায়, ছিনতাইয়ের মালামাল চক্রের মূলহোতাদের কাছেই বিক্রি করতে হয়। সেই মাল বিক্রির টাকা থেকেই চাপাতি ও বাইকের ভাড়া মেটাতে হয়। ছিনতাইয়ে পাওয়া মাল ভালো হলে ভাড়াও বাড়ে। এছাড়া জামিনে মুক্ত হওয়ার পর সদস্যদের আবার ছিনতাইয়ে নামতে হয়, যাতে তারা আগের পাওয়া দাদনের টাকা শোধ করতে পারে।
এই অভিনব ও সুসংগঠিত ছিনতাই চক্র প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় ‘প্যাকেজ’ সিস্টেমে অপরাধ চালিয়ে আসছিল।