সিরাজগঞ্জে সরকারি চাল উদ্ধার - Porikroma News
Connect with us

জাতীয়

সিরাজগঞ্জে সরকারি চাল উদ্ধার

Published

on

সিরাজগঞ্জে সরকারি চাল উদ্ধার
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) সকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাট থেকে চালগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উদ্ধার করা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত রাখা হয়েছিল। নৌকা মালিকসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা গেলে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, অসাধু ব্যক্তিরা সরকারি ভর্তুকি মূল্যে চাল কিনে গুদামে জমা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। উদ্ধার চাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) সকালে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাট থেকে চালগুলো জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, উদ্ধার করা চালগুলো খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত রাখা হয়েছিল। নৌকা মালিকসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা গেলে প্রকৃত রহস্য উদঘাটন সম্ভব হবে বলে মনে করেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, অসাধু ব্যক্তিরা সরকারি ভর্তুকি মূল্যে চাল কিনে গুদামে জমা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। উদ্ধার চাল স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Share