অপরাধ
সিংড়ায় ইমো অ্যাপে প্রতারণা, দুজন আটক

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের মরাপাতিয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইমো অ্যাপের মাধ্যমে প্রতারণায় জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।
বুধবার (১০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মরাপাতিয়া গ্রামের মৃত বেলায়েতের ছেলে জয় এবং আব্দুল মান্নানের ছেলে শামীম। অভিযানের সময় তাদের কাছ থেকে ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন ফোন ও ৩০টি সিমকার্ড জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ইমো অ্যাপ ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।