কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল - Porikroma News
Connect with us

জাতীয়

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

Published

on

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতাদের ব্যানারে এই মিছিল হয়। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট এলাকা ঘুরে পুনরায় কেআইবি চত্বরে এসে শেষ হয় মিছিলটি।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শেকৃবি ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও কৃষক দলের কেন্দ্রীয় সহসম্পাদক কৃষিবিদ রাজীবুল হাসান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের ১নং সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রবিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুন্নবী ভুইয়া শ্যামল, আমিরুল হক টিপু, ফেরদৌস হাওলাদার, তারেক আহমেদ, শফিকুর রহমান নোবেল, নিয়াজ মোরশেদ, আহমেদুল কবির তাপসসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।

উল্লেখ্য, ছয় বছর আগে সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় দণ্ডিত শহিদুল ইসলাম বাবুলকে গত ১৮ আগস্ট আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ২৩ নভেম্বর রায়ে তাকে আড়াই বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়।

Share

জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সাজা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় সাবেক ছাত্রদল নেতাদের ব্যানারে এই মিছিল হয়। কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) সামনে থেকে শুরু হয়ে ফার্মগেট এলাকা ঘুরে পুনরায় কেআইবি চত্বরে এসে শেষ হয় মিছিলটি।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন শেকৃবি ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক কৃষিবিদ কে আই এফ সবুর। সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও কৃষক দলের কেন্দ্রীয় সহসম্পাদক কৃষিবিদ রাজীবুল হাসান।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের ১নং সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম রবিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কৃষক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু।

এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন কৃষিবিদ নুরুন্নবী ভুইয়া শ্যামল, আমিরুল হক টিপু, ফেরদৌস হাওলাদার, তারেক আহমেদ, শফিকুর রহমান নোবেল, নিয়াজ মোরশেদ, আহমেদুল কবির তাপসসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।

উল্লেখ্য, ছয় বছর আগে সরকারি কাজে বাধা ও বেআইনি সমাবেশের অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় দণ্ডিত শহিদুল ইসলাম বাবুলকে গত ১৮ আগস্ট আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। ২০২৩ সালের ২৩ নভেম্বর রায়ে তাকে আড়াই বছর ও এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়।

Share