অপরাধ
মুক্তিপণ দিয়েও বাঁচল না শিশু সাদাব

ময়মনসিংহের গফরগাঁওয়ে অপহরণকারীদের কবল থেকে মুক্তিপণ দিয়েও রক্ষা করা গেল না পাঁচ বছর বয়সী শিশু আইয়ান সাদাবকে। নিখোঁজের চারদিন পর মঙ্গলবার সকালে বাড়ির পাশের জঙ্গল থেকে তার দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম জানান, শিশুটির তিন খণ্ড মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শুক্রবার দিঘীরপাড় গ্রামের নানাবাড়ি থেকে নিখোঁজ হয় সাদাব। তার বাবা আল আমিন প্রবাসে থাকেন, আর মা ও নানা-নানীর সঙ্গে সে থাকত।
মঙ্গলবার সকালে প্রতিবেশী সোহাগ মিয়া গরু চড়াতে গিয়ে পচা গন্ধ পেয়ে লাশের খণ্ড দেখতে পান। পরে স্বজনরা এসে তা শনাক্ত করেন।
নিহতের নানা সুলতান মিয়া জানান, অপহরণকারীরা প্রথমে ২০ হাজার এবং পরে আরও ৫০ হাজার টাকা দাবি করে। শেষ পর্যন্ত বিকাশে ৪৮ হাজার টাকা পাঠানো হয়। অপহরণকারীরা প্রতিশ্রুতি দিয়েছিল যে, টাকা পেলে জামতলী মোড় সিএনজি স্ট্যান্ডে শিশুটিকে রেখে যাবে। কিন্তু তার পরিবর্তে মিলল তার দ্বিখণ্ডিত লাশ।