বাংলাদেশ
পরীক্ষা ছাড়াই ৬৫ চিকিৎসক নিয়োগ শিশু হাসপাতালে

ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট কর্তৃপক্ষ সম্প্রতি পরীক্ষা ছাড়াই অ্যাডহক ভিত্তিতে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিয়েছে। এই নিয়োগের জন্য কোনো সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
জানা গেছে, গত ২৯ জুন হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল হক ৬৫ জন চিকিৎসকের একটি নিয়োগ তালিকা তৈরি করেন। পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক এ তালিকা অনুমোদন দেন। তবে অভিযোগ উঠেছে, নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অধিকাংশই বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের সদস্য।
একটি ভিডিও ফুটেজেও দেখা যায়, ড্যাবের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও বোর্ড সদস্য এম এ কামাল সভায় স্বীকার করেন, নিয়োগ পাওয়া ৬৫ জনই ড্যাবের।
এদিকে ১ জুন হাসপাতালের নোটিশ বোর্ডে শুধু একটি বিজ্ঞপ্তি টানানো হয়। এতে ৪২টি পদের জন্য আবেদন আহ্বান করা হলেও ৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়। কোন লিখিত বা মৌখিক পরীক্ষা হয়নি।
এই অনিয়মের প্রতিবাদে জামায়াত-সমর্থিত চিকিৎসক সংগঠন এনডিএফ ১ জুলাই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ২ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায় এবং ১০ জুলাই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।