শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান - Porikroma News
Connect with us

জাতীয়

শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান

Published

on

শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান
দাবি আদায়ের ঘোষণা না নিয়ে ঘরে ফিরবেন না এমপিও শিক্ষকরা। ছবি : সংগৃহীত

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে তোপখানা রোডের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা এলাকা ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈষাখী ভাতা চালু করলেও জাতীয়করণের প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি।

সংগঠন জানিয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একযোগে দাবি জানানো হবে এবং প্রয়োজন হলে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করা হবে। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। শিক্ষকরা সরকারকে অবিলম্বে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রজ্ঞাপন করার আহ্বান জানিয়েছেন। যদি এবারও দাবি পূরণ না হয়, তবে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। তবে বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানায়, নইলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

Share

দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ শুরু হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এতে তোপখানা রোডের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষকরা এলাকা ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে সচিবালয়ের মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০১৮ সালের আন্দোলনের পর সরকার ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈষাখী ভাতা চালু করলেও জাতীয়করণের প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি।

সংগঠন জানিয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে একযোগে দাবি জানানো হবে এবং প্রয়োজন হলে সচিবালয় পর্যন্ত পদযাত্রা করা হবে। এটি শুধু একটি কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম। শিক্ষকরা সরকারকে অবিলম্বে জাতীয়করণের সুনির্দিষ্ট রোডম্যাপ প্রজ্ঞাপন করার আহ্বান জানিয়েছেন। যদি এবারও দাবি পূরণ না হয়, তবে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।

উল্লেখ্য, বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় শিক্ষা উপদেষ্টা বৈষম্য নিরসনের আশ্বাস দিয়েছিলেন। ১২ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচির ২২তম দিনে সচিবালয়ে সংবাদ সম্মেলনে উৎসব ভাতা ২৫ শতাংশ বৃদ্ধির পাশাপাশি বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা কার্যকর করার ঘোষণা দেওয়া হয়। তবে বাজেটে বরাদ্দ থাকা সত্ত্বেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। জোট ১০ আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারির দাবি জানায়, নইলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে।

Share