বাংলাদেশ
শেখ হাসিনার সম্পদ গোপনের প্রমাণ পেল দুদক

২০০৮ সালের জাতীয় নির্বাচনে শেখ হাসিনার হলফনামায় সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন এ তথ্য জানান।
দুদক জানায়, ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা হলফনামায় স্থাবর সম্পদ ১ লাখ ৭৫ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৪৭ লাখ টাকা উল্লেখ করেছিলেন। তবে অনুসন্ধানে দেখা গেছে, ওই সময় তার স্থাবর সম্পদ ছিল ৩৩ লাখ ৬৬ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ছিল ৫ কোটি ১৮ লাখ টাকা। সবমিলিয়ে ২ কোটি ৩ লাখ টাকার বেশি সম্পদের তথ্য আড়াল করেছিলেন তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় শেখ হাসিনার প্রার্থিতা থাকার সুযোগ ছিল না। ইতোমধ্যে এ বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি, দুদক আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা বা পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে টানা চার মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা।